চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ চিলাহাটি বাসীর কাছে আজ এক অপরিহার্য নাম । যতদুর জানা যায়, অবিভক্ত ভারতের এই এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। জ্ঞানার্জনের জন্য চিলাহাটি বাজারের অদুরে কারেঙ্গাতলী ও গোমনাতীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দারস্থ হতে হতো। জ্ঞানার্জনের পথ সুগম করার জন্য আজ থেকে প্রায় ৮৫ বছর পুর্বে ১৯৪২ সালে অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে প্রথম প্রতিষ্ঠিত হয় চিলাহাটি মার্চেন্টস বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠালগ্নে ১৯৪২ খ্রিঃ এর জমিদাতা ছিলেন মরহুম মনির উদ্দীন চৌধুরী ও মরহুম আজিজার রহমান চৌধুরী । মরহুম করিম উদ্দীন প্রামানিক গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে উক্ত জমিতে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
১৯৪২ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত পরিচালনার পর চিলাহাটির বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ ১৯৫৪ সালের রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার কাঠামো অনুযায়ী উক্ত বিদ্যালয়টিকে একটি জুনিয়র হাইস্কুলে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন। তদানুসারে কার্যক্রম শুরু হয় এবং ডিডিপিআই রাজশাহীর অনুমোদনক্রমে ৮ম শ্রেণি পর্যন্ত খোলা হয় । এভাবে বিদ্যালয়টি চলতে থাকে ১৯৫৮ সাল পর্যন্ত । তারপর ঐ সালেই সমাজে শিক্ষার পথ সুগম করার প্রয়োজনের দিকে লক্ষ রেখে তৎকালীন সরকারের অনুমোদনক্রমে ১৯৫৯ সালে নবম শ্রেণি এবং ১৯৬০ সালে দশম
আরো পড়ুনKKNJ
POO
PPOPO